English Version
আপডেট : ১৯ জুন, ২০১৬ ০১:৩৮

ভয় দেখিয়ে নারীকে দিয়ে পুলিশের গা মালিশ

অনলাইন ডেস্ক
ভয় দেখিয়ে নারীকে দিয়ে পুলিশের গা মালিশ

সম্প্রতি গা মালিশ একটি ছবি সোশাল সাইটে ভাইরাল।  পুলিশের গা মালিশ করছেন এক নারী। এই ছবি সামনে আসতেই সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। ছবিটি ভারতের উত্তর প্রদেশের হরদোই জেলার একটি থানার। অভিযোগ, মালিশ যিনি করাচ্ছেন তিনি আর কেউ নন, ওই থানার সিনিয়র অফিসার।

আর যে মহিলা গা মালিশ করছেন তিনি ওই থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। বৃহস্পতিবার (১৬ জুন) ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, থানায় কোনো একটি অভিযোগ নিয়ে গিয়েছিলেন নারী। সেই সময় থানায় ডিউটিরত অফিসার তাঁকে বলেন, তাঁর অভিযোগ নেওয়া হবে যদি তিনি তাঁর গা মালিশ করে দেন। এতে অসম্মতি জানালে ওই নারীকে এক প্রকার ভয় দেখিয়ে জোর করে তার (পুলিশ) গা মালিশ করিয়ে নেন।

এদিকে, ছবিটি হু হু করে সোশাল সাইটে ও মেসেজিং অ্যাপগুলির মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিন্দায় সরব হয় নানা মহল। স্থানীয় মহিলা সমাজকর্মীরা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ-মিছিল করেন।
 
স্মারকলিপি পাঠানো হয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকেও।

তবে পুলিশের দাবি, অভিযোগ সত্য নয়। ওই নারী অভিযোগ দায়ের করতে আসেননি। তিনি একজন দেশি আয়ুর্বেদিক মালিশ তেল বিক্রেতা। যা গাঁটে ব্যথার জন্য উপকারী। ওই দিন তিনি ওই অফিসারকে দেখাচ্ছিলেন, কীভাবে ওই তেল ব্যবহার করতে হবে।