English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১৫:২৩

সেক্সোহলিকের পর আবার আবেদনময়ী দেখা দিলেন শমা

অনলাইন ডেস্ক
সেক্সোহলিকের পর আবার আবেদনময়ী দেখা দিলেন শমা

সেক্সোহলিকের পর আবার আবেদনময়ী দেখা দিলেন শমা সিকন্দর। ইনস্টাগ্রামে দুটি সাহসী ছবি পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে কালো গাউনে তাঁকে দেখা গেছে। ছবিতে উন্মুক্ত তাঁর বক্ষবিভাজিকা। ক্যাপশনে লিখেছেন, “Bollywood meets Hollywood!” অন্য ছবিতে সাদা গাউনে পোজ় দিয়েছেন তিনি। সেখানে ক্যাপশনে লিখেছেন, “Stand tall, be confident, believe in yourself.” কিছুদিন আগে শমা একটি শর্টফিল্মে অভিনয় করেছিলেন। নাম সেক্সোহলিক। সেখানে এক যৌন অ্যাডিকটেড নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর চরিত্রটি ছিল এক বিবাহিত নারী যার অন্য অনেকে পুরুষের সঙ্গে সম্পর্ক আছে।