English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১১:১৫

হারাম শরীফে এক অন্ধলোক তারাবী নামাযের শেষ রুকুতে তার চোখের দৃষ্টি ফিরে পায় (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
হারাম শরীফে এক অন্ধলোক তারাবী নামাযের শেষ রুকুতে তার চোখের দৃষ্টি ফিরে পায় (ভিডিওসহ)

গত রাতে হারাম শরীফে এক অন্ধলোক তারাবী নামাযের শেষ রুকুতে হঠাৎ সে তার চোখের দৃষ্টি ফিরে পাই আলহামদুলিল্লাহ্‌। সে বলে উটে আমি দেখতে পাচ্ছি আল্লাহু আকবর আল্লাহ্‌ মহান,এবং তার চারপাশের লোকজন তাকে অভিনন্দন জানাচ্ছেন। সুবহান-আল্লাহ,আল্লাহু আকবর।

এ নিয়ে চারিদিকে হইচই পড়ে যায়। আল্লাহ্‌র অশেষ রহমতে এরকম অত্যাশ্চর্যের নজির অনেক আছে। রমজান মাসের শুরুতে এরকম একটি ঘটনা আবার মানুষের প্রতি আল্লাহ্‌র অশেষ রহমতেরই প্রমান শরুপ। প্রতক্ষ দর্শীদের বরাত দিয়ে বলা হয় গত রাতে হারাম শরীফে তারাবীর নামাজের শেষের দিকে রুকু করতে গিয়ে ওই অন্ধ ব্যক্তি লক্ষ করেন তিনি দেখতে পাচ্ছেন । পড়ে নামাজ শেষে সবার কাছে তা ব্যক্ত করেন এবং আল্লাহ্‌র শোকর গোজাড় করতে থাকেন ।

ঘটনাটি বিভিন্ন যোগাযোগ মাধ্যম গুলতে বেশ সারা ফেলেছে।