English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৯:১৪

কান্না থামাতে সন্তান হত্যা

অনলাইন ডেস্ক
কান্না থামাতে সন্তান হত্যা

দশ দিন আগে যে ছেলের জন্ম দিয়েছিল, জন্মের ঠিক চার দিন পর নিজের হাতে তাকেই মেরে ফেলল মা।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলিনায়।

সন্তানঘাতী মা ২২ বছরের আইশিয়া মারি পাচেকোকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) ছেলের জন্ম দেন আইশিয়া।

মঙ্গলবার (২৪ মে) উইটেনবার্গ শহরের শেরিফের দফতরে ফোন আসে, একটি সদ্যোজাত শিশু একেবারে অসাড় হয়ে গেছে। শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

কিন্তু নাক, মুখের চারপাশে লালচে ছোপ দেখে সন্দেহ হয়।

সন্দেহ হয় আগের দিনই মৃত্যু হয়েছে শিশুটির। একটু চাপ দিতেই ২২ বছরের মা স্বীকার করে ফেলে, একটানা কান্না থামাতে সে সন্তানের মুখ জোরে চেপে ধরেছিল নিজের বুকে। শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তার।
 
‘বিশ্বাস করুন, আমি চাইনি এমনটা ঘটুক। এটা একটা দুর্ঘটনা’- আদালতে বলেছেন আইশিয়া।