English Version
আপডেট : ২৪ মে, ২০১৬ ২০:২৬

সব শব্দই হুবহু বলবে সুরবাহার

অনলাইন ডেস্ক
সব শব্দই হুবহু বলবে সুরবাহার

মানুষের মত কথা বলতে পারে সুরবাহার বা “Lyrebird”। এ অদ্ভুত পাখি শুধু মানুষের নয় তার চারপাশের সব ধরনের শব্দের হুবহু নকল করতে পারে। এই পাখির বাসস্থান অষ্ট্রেলিয়া। আমাদের দেশে এই পাখির তেমন নাম ডাক না থাকলেও সুদুর অষ্ট্রেলিয়ায় এটি বেশ জনপ্রিয়।

এটি চড়ুই প্রজাতির পাখি। বলা চলে এই প্রজাতির সব থেকে বৃহৎ আকৃতির পাখি এটি। কিন্তু চড়ুই পাখির মতো এরা খুব একটা উড়াউড়ি পছন্দ করে না। এরা মূলত হেঁটে বেড়াতে পছন্দ করে । এদের আছে শক্তিশালী পা এবং দেহের তুলনায় অনেকটা ছোট পাখা। যেহেতু এরা তেমন একটা উড়াউড়ি পছন্দ করে না তাই এসব পাখি মাটিতে বাসা বানায় এবং এখানেই ডিম পারে। আর এই ডিম ফুটে বাচ্চা বের হতে ৫০ দিন সময় লাগে।

পুরুষগুলো বেশ আক্রমনাত্মক হয়। এরা নির্দিষ্ট এলাকা দখলে নিয়ে থাকে যেখানে অন্য কোন Lyrebird এর প্রবেশ সম্পূর্ন নিষিদ্ধ। আর একজন পুরুষ Lyrebird এর নিয়ন্ত্রনে ৭-৮টি স্ত্রী Lyrebird থাকে।

এই পাখিগুলোর জীবনকাল ১৩ বছর পর্যন্ত হয়ে থাকে। আর জন্ম নেয়ার পর পুরুষ Lyrebird ৬ থেকে ৮ বছরের মধ্যে এবং স্ত্রীগুলো ৫ থেকে ৬ বছর বয়সেই বংশ বিস্তারের উপযোগি হয়ে ওঠে।

মূলত এই পাখি সম্পর্কে এখনো বেশি কিছু আবিস্কার করা সম্ভব হয়নি। মূল কারণ হচ্ছে এদের ওপর নজর রাখা বেশ কঠিন। প্রথমত অন্যান্য পাখির ডাকাডাকি শুনে তাদের ওপর নজর রাখা যায়।

কিন্তু এই পাখি এমনই যে আশেপাশের সব পাখির শব্দ নকল করে। এরা নিজেদের মধ্যে খুব ভাল মত যোগাযোগ বজায় রাখে। ফলে এদের কাছে যাবার আগেই তাদের কানে খবর চলে যায় কেউ আসছে।