English Version
আপডেট : ১৯ মে, ২০১৬ ২০:০৪

অজগরের সাথে লড়াই তাও পানিতে

অনলাইন ডেস্ক
অজগরের সাথে লড়াই তাও পানিতে

পানির নিচে খুব স্বাভাবিকভাবে অজগর সাপের সাথে লড়াই করছে একজন মানুষ। দেখলে আঁতকে উঠবেন। পানির নিচে অজগর তার সমস্ত শরীর পেঁচিয়ে ফেলে, এরপরও তিনি অজরগরের লড়াই করেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

রস এলেন নামের এই ব্যক্তি আমেরিকার একজন লেখক ও হারপেটালজিস্ট। তিনি ছোটকাল থেকে কুমির হাতে নিয়ে বড় হয়েছেন। সাপের সাথে খেলতে তার ভীষণ মজা লাগে। আজ পর্যন্ত ৩০ বারের বেশি তিনি সাপের কামড়ের শিকার হয়েছেন।

এলেন ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৮১ সালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সাপের বিশাল ভক্ত ছিলেন। যেখানে সাপ দেখতেন সেখানে গিয়ে সেই সাপ তিনি ধরে কিছুদিন লালন-পালন করার পর ছেড়ে দিতেন। তবে পানির নিচের এই ভিডিওতে তিনি সেই অজগরকে ধরতে পেড়েছেন কিনা তা জানতে আপনাদের ভিডিও দেখতে হবে।