English Version
আপডেট : ১৭ মে, ২০১৬ ১৯:৪৪

জোঁকের ব্রেনে ৩২টি গ্যাংগলিয়া

অনলাইন ডেস্ক
জোঁকের ব্রেনে ৩২টি গ্যাংগলিয়া

চুপচাপ শরীরে উঠে রক্ত শুষে নেওয়া জোঁকের কাজ। জোঁক সম্পর্কে সাধারণত এটাই প্রথম এবং শেষ প্রতিক্রিয়া হয়ে থাকে। এবার একটু প্রসঙ্গান্তরে যাওয়া যাক। যদি প্রশ্ন করা হয়, আপনার ক’টি ব্রেন বা মগজ?

উত্তর, একটিই।

এবার জানিয়ে রাখা যাক, যে জোঁকের প্রতি এত রাগ, তার ৩২টি ব্রেন! চমকে যাবেন না কথাটা সত্যিই। কারণ এর পরে আরও রয়েছে।

জোঁকের ৫ জোড়া, অর্থাৎ ১০টি চোখ এবং ৩০০টি দাঁত।

এবারে একটু বিজ্ঞান ফাঁস করে দেওয়া যাক। জোঁকের ব্রেন আসলে একটিই। কিন্তু সেটি ৩২টি গ্যাংগলিয়া দিয়ে তৈরি। কার্যক্ষেত্রে যা ৩২টি ব্রেনেরই সামিল!