English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ০১:৪৮

৭০ বছরে প্রথম সন্তান!

অনলাইন ডেস্ক
৭০ বছরে প্রথম সন্তান!
পাঞ্জাবের দলজিন্দর কৌর ও মহিন্দর সিং গিল

মাতৃত্বের পূর্ণতা কে না চায়? তবে সে অপেক্ষার পালাটা যে এতোটাই লম্বা হবে তা হয়তো কল্পনাও করেননি পাঞ্জাবের দলজিন্দর কৌর ও মহিন্দর সিং গিল। শেষ পর্যন্ত আইভিএফ পদ্ধতিতে ৭০ বছর বয়সে মা হয়েছেন পাঞ্জাবের দলজিন্দর কৌর। 

গত ১৯ এপ্রিল আরমান সিং নামের এক পুত্রসন্তানের জন্ম দিয়ে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ নেন তিনি। আর সন্তান জন্মদানের মাধ্যমে জীবনের পরিপূর্ণতা পেয়েছেন বলে মন্তব্য করেন কৌর।

সন্তানের মুখ দেখার জন্য সব ধরনের চেষ্টাই করেছিলেন মহিন্দর সিং গিল এবং দলজিন্দর কৌর দম্পতি। এক অর্থে হাল ছেড়ে দিয়েছিলেন মহিন্দর। কিন্তু স্ত্রীর ইচ্ছায় অবশেষে আইভিএফ পদ্ধতির সাহায্যে নেন। এই পদ্ধতিতে ডিম্বানু ও শুক্রাণু একটি টেস্ট টিউবের মধ্যে সংরক্ষণ করে প্রতিপালন করা হয়।

মহিন্দরের বয়স এখন ৭৯ বছর। এরআগে দুবার আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তানধারণের চেষ্টা করেছিলেন দলজিন্দর, কিন্তু অবশেষে গত বছর জুলাইয়ে তিনি গর্ভবতী হন। হরিয়ানার হিসারের যে ক্লিনিক দলজিন্দরের সন্তানধারণে সাহায্য করেছে, সেখানে ২০০৮ সালে ৬৬ বছর বয়সি এক নারী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছিলেন। ক্লিনিকের এক চিকিৎসক জানিয়েছেন, এত বয়সে সন্তানধারণ করতে গেলে শারীরিকভাবে অনেক সুস্থ থাকতে হয়, না হলে গর্ভকালীন সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।