English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ০২:০৪

কুকুরের এমন মারামারি যা আগে কখনোই দেখেনি (ভিডিও)

অনলাইন ডেস্ক
কুকুরের এমন মারামারি যা আগে কখনোই দেখেনি (ভিডিও)

বিড়ালের মারামারি দেখেছেন,  এবার কুকুরের টাও দেখেছেন। কিন্তু এমন মজার কুকুরের মারামারি বিগত দিনে আর দেখেছেন কিনা যথেষ্ট সন্দেহ রয়ে। এযেন দুই বীরের যুদ্ধ হচ্ছে! এক জন আর জনকে ধরাশায়ী করে দিয়েছে। তাদের মারামারি দেখতে রাস্তায় ভিড় জমিয়েছে অর্ধশতারিক মানুষ। এ কোনও সাধারণ ফাইট না, দীর্ঘ ক্ষণ ধরে চলেছে। অবশেষে পথচলচতি মানুষকে গিয়ে ইন্টারফেয়ার করতে হয়। লাঠি দিয়ে, জল ছিটিয়ে, লেজ টেনে, ইলেক্ট্রিক শক দিয়েও এমন কি মহিলারা হাতে থাকা মূল্যবান লেডিস ব্যাগ দিয়ে পিটিয়েও থামাতের পারেননি সেই লড়াই। দেখুন ভিডিওটি।