English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ০১:১৯

ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বিয়ে করলেন বাবা!

অনলাইন ডেস্ক
ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বিয়ে করলেন বাবা!
প্রতীকী ছবি।

ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। কিন্তু নিজেই বিয়ে করে বসলেন পাত্রের বাবা! শুনতে অবাক লাগলেও সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে সৌদি প্রদেশের জাজানে। ঘটনাটি ঠিক কী?

জানা গিয়েছে, সৌদির এক ব্যক্তি ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। পাত্রীকে বেশ পছন্দও হয় পাত্র এবং তার পরিবারের। আচমকাই পাত্রীর মা সকলের সামনে বলেন, তাঁর অবিবাহিতা বড় মেয়ের বিয়ে না হলে ছোট মেয়ের বিয়ে তিনি দেবেন না। পাত্র এতে রেগে গিয়ে চিত্কার জুড়ে দেন। মেয়েকে এতটাই পছন্দ হয় যে, তিনি ওখানেই বিয়ে করবেন বলে জেদ করতে থাকেন। তখন পাত্রের বাবা পাত্রীর মায়ের কাছে অনুনয়-বিনয় করতে থাকেন। অবশেষে তিনি বলে বসেন, আপত্তি না থাকলে পাত্রীর বড় বোনকে তিনি বিয়ে করবেন।

এতেই রাজি হয়ে যান পাত্রী-পক্ষ। শেষ পর্যন্ত বড় বোনকে বিয়ে করেন বাবা আর ছোট বোনকে বিয়ে করেন ছেলে! এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।সূত্র:আনন্দবাজার।