English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১১:৩৫

৬ কেজি ওজনের শিশুর জন্ম!

অনলাইন ডেস্ক
৬ কেজি ওজনের শিশুর জন্ম!
ব্রিয়ান্না সাইকসের কোলে তার ৬কেজি ওজনের সন্তানটি

নবজাতক শিশুর ওজন কত? এমন প্রশ্নের একবাক্যে সবাই বলবেন আড়াই কেজি থেকে তিন কেজি। কিন্তু ব্রিয়ান্না সাইকস যে শিশুর জন্ম দিলেন তার ওজন স্বাভাবিকের থেকে প্রায় তিন গুণ বেশি। অবাক হলেন তো শুনে? এমনটাই সত্যি।

পশ্চিম অস্ট্রেলিয়ার বাসিন্দা ব্রিয়ান্না সাইকস। শিশুকে গর্ভে ধরে রাখার মতো প্রয়োজনীয় অবস্থা শরীরে না থাকায় সময়ের আগেই ব্রিয়ান্নার ডেলিভারির ব্যবস্থা করতে হয়। সারাদিন ধরে প্রসববেদনায় প্রচণ্ড কষ্ট পাওয়ার পর সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ একটি শিশুর জন্ম দেন ব্রিয়ান্না। কিন্তু ডেলিভারির পর শিশুটির ওজন দেখে মাথায় হাতদেন ডাক্তাররা। ৫৭ সেন্টিমিটার লম্বা শিশুটির ওজন ৫.৯ কেজি। 

রেকর্ড না গড়লেও পশ্চিম অস্ট্রেলিয়ায় জন্মানো সব থেকে বেশি ওজনের শিশু এটি। যদিও বিশ্বের সবথেকে বেশি ওজনের শিশুর জন্মও অস্ট্রেলিয়াতেই। তিন বছর আগে কুইন্সল্যান্ডে জন্মায় সব থেকে বেশি ওজনের শিশু। ওজন ছিল ৬.৭৬ কেজি।