English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ২৩:২৮

ফাইল নড়াতে. সরকারি অফিসে নাগিন ড্যান্স (ভিডিও)

অনলাইন ডেস্ক
ফাইল নড়াতে. সরকারি অফিসে নাগিন ড্যান্স (ভিডিও)

টেবিলের উপর জমে আছে ফাইলের স্তূপ। দরখাস্ত হাতে ঘণ্টার পর ঘণ্টা মানুষগুলো লম্বা লাইনেই দাঁড়িয়ে আছেন। হাতে সবার নানা বিষয়ে সুরাহার জন্য আবেদনপত্র। টেবিলের অপর প্রান্তে বসে বসে পান চিবুচ্ছেন সরকারি দপ্তরের বড়কর্তা। আবেদনকারীর কোনো কথাই যেন কানে শুনতে পাচ্ছেন না তিনি। ফলে কাজের কোনো অগ্রগতি নেই।

এমন পরিস্থিতিতে নিজেকে সামলানো সত্যি অনেক কঠিন। তাই লজ্জা দিতে অফিসে ঢুকে তাদেরই নাকের ডগায় দাঁড়িয়ে ‘নাগিন ড্যান্স’ শুরু করেন এদল সাধারণ মানুষ। ঘটনাটি অবাক করা হলেও সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে এক সরকারি দপ্তরে এমন ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবরে জানা যায়, মহারাষ্ট্রের বুলধানার পূর্ত দপ্তরের অফিস। দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের অভিযোগ, এই অফিসে কোনো কাজ ঠিকমতো হয় না। সময়ের পর সময় পেরিয়ে গেলেও কাজ পড়ে থাকে। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। ফলে এক সময় বিরক্ত হয়ে সরকারি দপ্তরের এই উদাসীনতার জবাব দিতে ‘নাগিন ড্যান্স’ করে স্থানীয়রা। দেখুন সেই ‘নাগিন ডান্স’ ভিডিও