English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ০১:২৩

আস্ত হরিণ গিলে খেল অজগর

মৌলভীবাজার প্রতিনিধি:
আস্ত হরিণ গিলে খেল অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া বনে একটি হরিণ গিলে খেয়েছে অজগর। বৃহস্পতিবার বেলা ১১টায় চাউতলী বন বিটের ২ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

এব্যাপারে মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটির আহার শেষ না হওয়া পর্যন্ত ছিলাম। “প্রায় তিন ঘণ্টায় ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যের অজগরটি ২০ কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে ফেলে।”

তিনি বলেন, “ঘটনাটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। প্রায়ই অজগর খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে যেত। সে ঘটনা কমায় বলা যায় প্রাণিকূলের যে ইকো ব্যালেন্স তা ফিরছে।”অজগরের হরিণ গিলে খাওয়ার এ দৃশ্য দেখতে আশপাশের লোকালয় থেকে অনেকে ভিড় জমায়।