English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৮:৪৩

সরকারি চাকরিজীবীদের ছুটি ৫দিন, কর্মদিবস ২দিন!

অনলাইন ডেস্ক
সরকারি চাকরিজীবীদের ছুটি ৫দিন, কর্মদিবস ২দিন!
ভেনেজুয়েলায় অন্ধাকারে মানুষ

ভেনেজুয়েলাকে বর্তমান সময়ের হিরক রাজার দেশ বললে ভুল হবে। কারণ সেখানে সাপ্তাহিক কর্মদিবস মাত্র দুইদিন, আর ছুটি ৫দিন। এ নিয়ম করেছে হুগো শ্যাভেজের দেশ ভেনেজুয়েলা। দেশটি কোন মহাসুখে নয়, তীব্র বিদ্যুৎ ঘাটতিতে বাধ্য হয়ে এমনটি করেছে।

ভেনেজুয়েলায় তীব্র খরা চলছে। সাথে রয়েছে তীব্র বিদ্যুৎ ঘাটতি। এতে করে বিদ্যুৎ বাঁচাতে দেশটির সরকারি কর্মচারীদের সাময়িক ছুটি দেয়ার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

ভেনেজুয়েলায় মোট কর্মশক্তির মধ্যে সরকারি কর্মচারী হচ্ছেন এক তৃতিয়াংশ। বাধ্যতামূলক বিদ্যুৎ বন্ধ রাখার সময় তারা অফিসে বসে থাকার পরিবর্তে বাড়িতে থাকবেন।

সাপ্তাহিক ভাষণে মাদুরো বলেন, সংকটের সপ্তাহগুলোতে সরকারি কর্মচারীরা কেবল সোম ও মঙ্গলবার অফিস করবেন। এর অর্থ হচ্ছে বর্ষা কাল আসা পর্যন্ত এই নিয়ম চালু থাকবে।

ভেনেজুয়েলার বেশিরভাগ বিদ্যুৎ প্লান্ট পানি ভিত্তিক। দেশেটিতে তীব্র খরা চলায় পানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। বিদ্যুৎ ঘাটতির কারণে দেশজুড়ে অন্তত ৪ঘণ্টার লোড শেডিং বা ব্লাকআউট করা হচ্ছে।

বিদ্যুতের ঘাটতি কমাতে শুক্রবারে প্রাইমারি স্কুল গুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে টানা ১২ঘণ্টারও বেশি বিদ্যুৎ বিহিন কাটছে। ফলে বিক্ষোভ-ভাঙ্গচুর করছেন ক্ষুব্ধ মানুষ। সূত্র: এনডিটিভি।