English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ২০:৪৬

জ্বিন সাপ ভেবে আতঙ্ক

অনলাইন ডেস্ক
জ্বিন সাপ ভেবে আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জে  আজব সমস্যার মুখোমুখি হয়েছে আজমতপুর গ্রামের মানুষ। একটি সাপ দুবার মেরে ফেরার পরও সেটি জীবিত হচ্ছে। এ সাপটিকে এখন জ্বিন সাপ বলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে।
 
শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মঙ্গলবার সকালে আজমতপুর গ্রামের একাধিক বাসিন্দা জানান, গত শুক্রবার রাতে খাইরুল ইসলামের বাড়ির পেছনে একটি নতুন (অব্যবহৃত) টয়লেটে হাত তিনেক লম্বা একটি বিষধর সাপ দেখে পায় স্থানীয়রা। পরে তারা সাপটিকে মেরে একটি গর্তে পুঁতে রাখে। কিন্তু গত রোববার রাতে একই সমান লম্বা একই ধরনের আরেকটি সাপ ফের ওই টয়লেটে দেখা যায়। বিষয়টি দেখে এলাকাবাসী আগের দিনের পুঁতে রাখা সাপটি গর্ত খুড়ে দেখতে গেলে সেখানে কিছু পাওয়া যায়নি। পরে দ্বিতীয় সাপটিতে আবারও মেরে তারা ওই গর্তে পুঁতে রাখে। এরপর গতকাল সোমবার রাতে আবারও একই ঘটনা ঘটে। একই ধরনের জীবিত সাপকে চলাচল করতে দেখেন। তবে এবার গ্রামবাসী ভয় পেয়ে সাপটিকে আর মারেনি। তবে তার গতিবিধির ওপর নজর রেখেছে।