English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৩:০০

টয়লেট সারতে গচ্ছা গেল ৩ লাখ রুপি

অনলাইন ডেস্ক
টয়লেট সারতে গচ্ছা গেল ৩ লাখ রুপি
প্রতীকী ছবি

 

ভারতের মহারাষ্ট্রে প্রাকৃতিক কর্মটি সারতে গিয়ে অশোক সীতারাম বৈষ্ণব নামে এক ব্যবসায়ীর খরচ হয়েছে ২ লাখ ৮০ হাজার রুপি। না, এটা টয়লেট বিল কিংবা টয়লেট নির্মাণ খরচ নয়।

অশোক বাসে টাকার ব্যাগ রেখে টয়লেটে গিয়েছিলেন। ফিরে এসে বাস দেখতে পেলেও টাকার ব্যাগটি আর খুঁজে পাননি।

মহারাষ্ট্রের ধানকওয়াদির শেলারনগরের বাসিন্দা অশোক সীতারামের নেইল পলিশ উৎপাদন কারখানা রয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় ভাসি যাওয়ার জন্য তিনি সোয়ারগেট-ওয়াদা বাস স্টেশনে যান। অশোক তার হাতে থাকা টাকার ও কাপড়চোপড়ের ব্যাগটি বাসে তার আসনের ওপর থাকা শেলফে রাখেন। পরে প্রাকৃতিক ক্রিয়া সারার জন্য তিনি বাস থেকে নেমে টয়লেটে যান। ১০ মিনিট পর ফিরে এসে দেখতে পান তার ব্যাগটি উধাও হয়ে গেছে। পুরো বাসে তল্লাশি চালিয়েও ব্যাগের হদিস পাননি তিনি। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন অশোক।