English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৮:২৪

আরজিনার এক নবজাতক মারা গেছে

অনলাইন ডেস্ক
আরজিনার এক নবজাতক মারা গেছে
বিয়ের ১২ বছর পর এক সঙ্গে পাঁচ সন্তানের মা হয়েছিলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আরজিনা বেগম (৩০)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয়া এই পাঁচ নবজাতকের একজন মারা গেছে।
 
বুধবার (২০ এপ্রিল) গভীর রাতে পঞ্চম মেয়ে সন্তানটি মারা যায়। সে জন্মের পর থেকেই অসুস্থ ছিল। হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান, মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি ছেলে ও দুইটি মেয়ের জন্ম দেন আরজিনা বেগম। এরমধ্যে একজন মেয়ে নবজাতক বুধবার রাতে মারা গেছে। তবে মা ও বাকি নবজাতকরা সুস্থ রয়েছে।
 
আরজিনা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের শেরেকুল ইসলামের স্ত্রী। শেরেকুল ইসলাম ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
 
আরজিনার অস্ত্রোপচারকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সিরাজুম মুনিরা ডেইজী বলেন, গত মঙ্গলবার বিকালে আরজিনা যখন হাসপাতালে ভর্তি হন তখন তার শারীরিক অবস্থা অস্বাভাবিক ছিল। তিনি বলেন, তাকে পরীক্ষা নিরীক্ষা করে মঙ্গলবার রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। পরে তিনি একে একে পাঁচটি সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে একটি মেয়ে অসুস্থ ছিল। সে বুধবার রাতে মারা যায়।