English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১১:০৯

বিয়ের পোশাক খাওয়া যাবে!

অনলাইন ডেস্ক
বিয়ের পোশাক খাওয়া যাবে!

বিয়ের পোশাক থাকে না কোনো সুতা। তা আবার খাওয়া যাবে! আশ্চর্যজনক এমন এক বিয়ের গাউন বানাতে সময় লেগেছে ৩০০ ঘণ্টা। পোশাকটির ওজন অন্তত ৭৫ কেজি। আর পোশাকটি তৈরি করেছেন ব্রিটেনের ৩ নারী।

গাউনের প্রতিটা স্থান, প্রতিটা কোণা একেবারে যত্নসহকারে বানানো। এমনকী যে ম্যানেকুইনে গাউনটাকে রাখা হয়েছে তা বানাতেও বিশেষভাবে নজর দিতে হয়েছে। ম্যানেকুইনের মাথায় বসানো সাদা টুপিটিকে সুন্দর করে বানানো হয়েছে। এ পোশাক নিয়ে চমকের এখানেই শেষ নয়।

পোশাক প্রস্তুত কারী ওই ৩ নারীর সাফ জবাব কোনো কনে এই পোশাক পরতে পারবেন না! এই পোশাককে শুধু দেখা আর খাওয়া যাবে। আসলে, এই ‘ওয়েডিং গাউন’টা দেখতে সত্যিকারের পোশাকের মতো হলেও এটা একটা কেক। গাউনের উপরের সাদা অংশটি তৈরি হয়েছে বিশেষ ধরনের কেক দিয়ে। আর নিচের দিকে আছে কিছু র‌্যাপার পেপার, যা খাওয়া যায়। আর যাকে ম্যানিকুইন করা হয়েছে সেটাও একটা কেক।

এর জন্য ৩৫ কেজি বিশেষ ধরনের ক্রিম ব্যবহার করা হয়েছে। এছাড়াও লেগেছে ৩ কেজি কেক এবং ২ হাজার ‘শিটস ওয়াটার’। তাই ইচ্ছে থাকলেও এই সুন্দর বিয়ের গাউনটি সবাইকে পরা দুঃসাধ্য।