English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৭:৪৫

যুবকের ওপরে ট্রেন

অনলাইন ডেস্ক
যুবকের ওপরে ট্রেন

বাস্তব জীবনেই ঘটেছে এমন ঘটনা। এক যুবকের রেললাইনের উপরে শুয়ে আছে আর চলন্ত ট্রেন তার ওপর দিয়ে চলে যাচ্ছে। এমন দৃশ্য ধারন করে ফেসবুকে ছেড়ে দিয়েছে দুই যুবক।

আর ওই ভিডিওতে তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ও বিএমটিআই নিউজের স্টাফ রিপোর্টার পরিচয়ে জনৈক আবদুল্লাহ আল মামুনের ওয়ালে রোমহর্ষক ভিডিওটি আপলোড করা হয়। মামুন এ ভিডিওচিত্রটি ফেসবুক থেকে সংগৃহীত বলে উল্লেখ করেছেন।

৫২ সেকেন্ডের এই ভিডিওর শুরুর দিকে যে যুবক ভিডিওচিত্র ধারণ করছিলেন তিনি আল্লাহ যেন কিছু না হয় এমন বলতে থাকেন। এ সময় তীব্র বেগে ট্রেন আসার শব্দ শোনা যায়। যুবককে এরপর রেললাইনের উপরে সটান হয়ে মাথা-পা নিচু করে পড়ে থাকতে দেখা যায়।

ওই দুই যুবক বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী বলে জানা যায়। তবে এ ভিডিও দেখে অনেকেই বলছেন, এ ধরনের কাজ শুধু মাত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেকে উপস্থাপন করার একটি কৌশল। এ ধরনের কাজ  ‘অসুস্থ’ প্রতিযোগিতা ছাড়া আর কিছুই না।  

ভিডিও