English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ০২:১৮

৭ মাসের অন্তঃসত্ত্বা হয়েও পোল ডান্স! (ভিডিও)

অনলাইন ডেস্ক
৭ মাসের অন্তঃসত্ত্বা হয়েও পোল ডান্স! (ভিডিও)
সাত মাসের অন্তঃসত্ত্বা ক্লিও হারিকেনের পোল ডান্স

অন্তঃসত্ত্বা থাকাকালীন শহর থেকে গ্রামে সবখানেই একটি মুরব্বিরা বলে অমুক করতে নেই, তমুক করতে নেই। তবে সব কিছুকে তুচ্ছ করে অস্ট্রেলিয়ার পোল ডান্সার ক্লিও হারিকেন তার প্রেগন্যান্সিতেও পোল ডান্সের ঝড় তুললেন। যা সামাজিক যোগাযোগে টর্ণিঢোর মতো ছড়িয়ে পড়ে পুরো সোশাল দুনিয়ায়। 

পোল ডান্সার ক্লিও হারিকেন দেখালেন জীবনের কোনও অবস্থাতেই নিজের প্যাশনকে ভোলা যায় না। প্যাশনের কাছে কোনও শারীরিক অবস্থাই যে বাধা হতে পারে না তা তিনি প্রমাণ করলেন।  ভিডিওটির ক্যাপশনে লেখা হয় তখন তিনি ৭মাসের অন্তঃসত্বা ছিলেন।  পোল ডান্সার ক্লিও হারিকেন নাচ