English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১২:৫৯

শিম্পাঞ্জির ভয়ানক পাগলামি

অনলাইন ডেস্ক
শিম্পাঞ্জির ভয়ানক পাগলামি

জাপানের ইয়াগিয়ামা চিড়িয়াখানা থেকে পালিয়ে এসে পুলিশকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘুরালো শিম্পাঞ্জিটি। টানা দুই ঘণ্টা পুলিশকে ঘুরিয়েছে চা চা নামের ওই শিম্পাঞ্জি। খবর- এবিসি নিউজ

ধরতে গেলে বারবার ভয় দেখিয়েছে উদ্ধারকারীদের। এমনকি হামলারও চেষ্টা করেছে।

জাপানের ইয়াগিয়ামা জুলজিকেল পার্ক থেকে পালিয়ে যায় চা চা। এরপর বিদ্যুৎ আর টেলিফোন লাইনের বিভিন্ন খুঁটি ও তার বেয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে সেটি। কোনোভাবেই ধরতে না পেরে এক পর্যায়ে বন্দুকের মাধ্যমে ঘুমের ওষুধযুক্ত বিশেষ ধরনের গুলি ব্যবহার করে পুলিশ। আর তাতেই কুপোকাত হয় চা চা।

ভিডিও