English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১২:২১

হাজার বছর আগে মৃতব্যক্তির জুতায় অ্যাডিডাসের লোগো!

অনলাইন ডেস্ক
হাজার বছর আগে মৃতব্যক্তির জুতায় অ্যাডিডাসের লোগো!

 

মঙ্গোলিয়ার আলতাই পর্বতমালার প্রায় ১০০০ ফুট উপরে প্রত্নতত্ত্ববিদরা একটি মমি পেয়েছেন যা একটি মহিলার আংশিক দেহাবশেষ এবং ধারণা করা হচ্ছে মহিলাটি ১৫০০ সহস্রাব্দের আগে মারা গেছেন। তবে আশ্চার্যকর বিষয় হচ্ছে ওই মহিলার পায়ের বিখ্যাত খেলাধূলার জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের লোগো।

তবে সেই মমির শুধু হাত ও পা পাওয়া গেছে। চিন্তার বিষয় হল হাজার হাজার বছর পূর্বের এই মমির পায়ে অ্যাডিডাস কি করে এলো। এ নিয়ে বিশেষজ্ঞগণ চুলচেরা বিশ্লেষণ করছেন। তারাও অনেকটা বিচলিত। কিন্তু থেমে যাবার নয়।

তারা বলেছেন, মঙ্গোলিয়ানদের মাঝে এটা সবচেয়ে অনন্য অর্ন্তদৃষ্টি। জাদুঘরের গবেষক, সাইবেরিয়ার টাইমসকে বলে, এটি অবশ্যই একজন মহিলার মমি। এই বিষয়ে তারা সম্পূর্ণ নিশ্চিত।

এই মমি তিন মিটার গভীর কবরের মাঝে সমাহিত ছিল। তারা আস্তে আস্তে এই মমির পেছনের রহস্য খুঁজে বের করতে তদন্ত করে যাচ্ছেন।সূত্র:মেট্রো।