English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৭:০৩

যৌনকর্মে লিপ্ত মা-ছেলে

অনলাইন ডেস্ক
যৌনকর্মে লিপ্ত মা-ছেলে

দত্তক দেওয়া সন্তান বেন ফোর্ডের (৩২) সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কিম ওয়েস্ট (৫১) নামে এক নারী। খবর ব্রিটেনের সংবাদমাধ্যম মেট্রোর।

ক্যালিফোর্নিয়াতে পড়াশোনা করার সময় সন্তান সম্ভবা হয়ে পড়েন ১৯ বছরের কিম। সন্তান জন্মানোর পর শিশুটিকে দত্তক দিয়ে দেন তিনি।

পরবর্তীতে ৩০ বছর পরে ২০১৩ সালে সন্তান বেন ফোর্ডকে চিঠির মাধ্যমে যোগাযোগ শুরু করেন কিম। এর পর দেখা হয় মা-ছেলের। কিন্তু প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যান।

এরপর দুই বছর ধরে চলতে থাকে তাদের যৌন সম্পর্ক। এই সম্পর্ক ধরে রাখতে পরবর্তীতে স্ত্রীকে তালাক দিয়ে দেন বেন।

তারা গণমাধ্যম মেট্রোকে জানায়, তাদের যৌনজীবন সুন্দর কাটছে। এখন তারা বিয়ের পরিকল্পনা করছে।

সম্পর্ক নিয়ে কিম নিউ ডেকে বলেন, এটা অজাচার সম্পর্ক নয়। এটা হচ্ছে জেনেটিক সেক্সুয়াল অ্যাট্রাকশন। অবশ্য মানুষ তাদের সম্পর্কে বাজে ধারণা পোষণ করতে পারে এই ভেবে যে, তারা খুব বাজে একটা কাজ করে ফেলেছে। কিন্তু ভালোবাসার জন্য এ যুদ্ধে জিততে চান কিম।

বেন ফোর্ড জানান, যখন আমি কিমের সঙ্গে প্রথম দেখা করি, তখন তাকে আমি মা হিসেবে দেখিনি। বিপরীত লিঙ্গ হিসেবেই দেখেছিলাম। তারা এখন মিশিগান রাজ্যে বসবাস করছেন। যেখানে অপর এক জেনেটিক সেক্সুয়াল অ্যাট্রাকশন দম্পতি সহায়তা পাচ্ছেন।