English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৬ ২০:৫৩

লাইভ শোতে সাপের কামড়ে শিল্পীর মৃত্যু

অনলাইন ডেস্ক
লাইভ শোতে সাপের কামড়ে শিল্পীর মৃত্যু
সংগীতশিল্পী ইরমা ব্লু

সংগীতশিল্পী ইরমা ব্লু। ইন্দোনেশিয়ায় সরীসৃপ প্রাণী নিয়ে গান গেয়ে সুপরিচিত তিনি। সম্প্রতি একটি লাইভ শোতে গাইছিলেন দেশটির পপ সংগীতশিল্পী ইরমা ব্লু।

এর আগেও অজগরসহ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ নিয়ে মঞ্চে গান পরিবেশন করেছেন ইরমা। কিন্তু মঞ্চে গান পরিবেশনের সময়ে তার উরুতে দংশন করে একটি বিষাক্ত কোবরা সাপ। ব্যাপারটি স্বাভাবিক ভেবেই গান করছিলেন শিল্পী। এসময় শিল্পী নিজের হাত দিয়ে সেই দংশনকারী সাপটিকে সরিয়ে গান চালিয়ে যান। এভাবে চলতে থাকে প্রায় ৪৫ মিনিট।

এক পর্যায়ে বিষক্রিয়া থেকে বমি শুরু হয় তাঁর। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার শিকার ওই সংগীতশিল্পী বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী নিয়ে গান পরিবেশনের জন্য সুপরিচিত।

দেশটির পুলিশ ঘটনার তদন্ত করছে। তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। দেখুন ইরমা ব্লু সাপ নিয়ে লাইভ শো এটাই তার জীবনের শেষ শো। এরআগে একটি অনুষ্ঠানে তার লাইভ শো দেখুন কি ভঙ্কর