English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৬ ১২:১৪

এ যেন দানব অ্যালিগেটর!

অনলাইন ডেস্ক
এ যেন দানব অ্যালিগেটর!
দানব অ্যালিগেটর

ক’দিন ধরে লি লাইটস্টের খামারবাড়িতে এই অতিথি বেশ ভালই ভুরিভোজ চালাচ্ছিল। প্রথমে নজরে আসেনি খামার মালিকের। কিন্তু তাঁর গরু ছাগলের বিভিন্ন দেহাংশ খামাড়বাড়ির পুকুরে ভাসতে দেখেই টনক নড়ে লি-র। পরে প্রাণীদের বাঁচাতে গুলি করেই অ্যালিগেটরটিকে মারতে হয় তাঁকে।

লি ভাবতেও পারেননি এত বড় অ্যালিগেটর দৈত্য যেন! লম্বায় ১৫ ফুট। ওজনে প্রায় ৩৬২ কিলোগ্রাম। প্রথমে খানিকটা চমকেই উঠেছিলেন ফ্লোরিডার ওকিছোবি প্রদেশের লি। তা আকারে এতই বড় যে শেষমেশ পে-লোডার সাহায্যে বের করে নিয়ে যাওয়া হয় সেই অ্যালিগেটরটি। আর সেই ছবিই ছড়িয়ে পড়ে ফেসবুকে।