English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ২০:৫০

কুকুরের নামে একাধিক রেশন কার্ড!

অনলাইন ডেস্ক
কুকুরের নামে একাধিক রেশন কার্ড!
কুকুর

পৃথিবীতে দরিদ্র মানুষের সংখ্যা কত? এমন প্রশ্নে হয়তো মাথা চুলকানো ছাড়া কোনো গতি নেই। উন্নত বিশ্বের মানুষের অতি আদরের পোষ্য কুকুর। কিন্তু দারিদ্র পীড়িত এমন কোনো দেশে যদি কুকুরের নামেও রেশন কার্ড হয় তাহলে এইটাকে কি বলবেন? বিষয়টা শুরুতে ভুল মনে হলেও প্রকৃত পক্ষে স্বাভাবিকভাবেই এমনটা হয়েছে অনেক বার। এমন ঘটনার ঘটেছে ভারতের রাজস্থানের জয়পুরে।

জয়পুর শহরের শাস্ত্রী নগর এলাকার বাসিন্দা মহেশ তঁওয়র গত ৩০ বছর ধরে কুকুরের নামে রেশন কার্ড তৈরি করাচ্ছেন। পুরনো পোষ্যটির মৃত্যুর পর নতুন পোষ্য আনলে তার নামেও তৈরি করিয়ে ফেলেন নতুন কার্ড। তাঁর পশুপ্রেম এতই বেশি ‌যে কুকুরকে নিজের ছেলে বলে দাবি করে রেশন কার্ড তৈরি করান তিনি। প্রতিবার নতুন নতুন নামে।

প্রশ্ন উঠেছে এখানেই, একটা মানুষ ৩০ বছর ধরে একাধিক নামে কুকুরের জন্য রেশন কার্ড তৈরি করাচ্ছেন অথচ নজরে পড়ল না কোনও পুর আধিকারিকের? কী করে বার বার বদলাতে পারে কারও পরিবারের সদস্যের নাম? মনে এ প্রশ্ন জাগল না একবারও?