English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ০২:৩৬

মায়ের গাড়ির চাকায় পিষ্ট হয়েও বেঁচে গেল দু’বছরের শিশু (ভিডিও)

অনলাইন ডেস্ক
মায়ের গাড়ির চাকায় পিষ্ট হয়েও বেঁচে গেল দু’বছরের শিশু (ভিডিও)

কথায় আছে, রাখে আল্লাহ মারে কে! দুবছরের শিশু কীভাবে নিজের মায়ের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়েও এখনও পুরোপুরি সুস্থ্য। এমন অলৌকিক ঘটনা ঘটেছে  ব্রাজিলের বাহিয়ার লুইস এডুয়ার্ডো ম্যাগালহেইস শহরে।

ভিডিওতে দেখা যায়, দুবছরের ছোট্ট শিশুটি তার মাকে কাজ থেকে ফিরতে দেখে উত্তেজিত হয়ে গাড়ির কাছে ছুটে যায়। তার মা বেখেয়ালে বাম্পারের আড়ালে তার ছোট্ট শিশুর শরীরটি দেখতে পাননি। স্টিয়ারিং উইলের পিছনে বসে থাকা মা একেবারেই অন্যমনস্কতায় গাড়িটি তারই সন্তানের দেহের ওপর চালিয়ে দেন।

ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাটি গাড়িটি দেখে ছুটে যাচ্ছে। তারপর সোজা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। ভিডিওতে দেখা যায় সামনের চাকাটি শিশুর দেহের ওপর দিয়ে চালিয়ে বেরিয়ে যায় মা। অলৌকিকভাবে শিশুটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়ে এই ভেবে যে তার কিছুই হয়নি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শিশুটি সামান্য আহত হয়েছে। মাথায় কয়েকটি সেলাই পড়েছে, না হলে সে ভালোই আছে। ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।