English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৯:০২

পাঁচ সন্তানের মাকে বিয়ে করল ৯ বছরের শিশু!

অনলাইন ডেস্ক
পাঁচ সন্তানের মাকে বিয়ে করল ৯ বছরের শিশু!

বিয়ে, তবে যাদের বিয়ে তাদের বয়স শুনলে যে কেউ মাথায় হাত দিতে বাধ্য হবেন। ৯ বছর বয়সী সানিয়ে মাসিলেলা বিশ্বের সবচেয়ে কম বয়সী পাত্র হিসেবে ৬২ বছরের কনে হেলেনকে বিয়ে করেছেন। গত বছর তাদের এই বিয়ে সম্পন্ন হয়। এটি কনে দ্বিতীয় বিয়ে। ৬২ বছর বয়সী কনে হেলেন পাঁচ সন্তানের জননী। তার সন্তানদের বয়স ২৮ থেকে ৩৮ এর মাঝামাঝি হবে।

তবে বিয়ের কোন আনুষ্ঠানিকতারই কমতি ছিলো না ৯ বছরের সেই শিশুটির। গতবছর ১০০ জন অতিথির সামনে বিবাহ সম্পন্ন করেন তিনি।

স্কুল পড়ুয়া এই শিশু জানান, তিনি তার বিবাহের কথা সকলের সামনে প্রকাশ করার জন্য এই দাওয়াতের ব্যবস্থা করেন। কিন্তু দক্ষিণ আফ্রিকায় এটিকে রোগ সারানোর কারণ হিসেবে প্রকাশ করছেন। দীর্ঘকাল ধরে কুসংস্কারে আচ্ছন্ন ছিল মানুষ। কিন্তু এখনও সেই কুসংস্কারের ছোঁয়া বিভিন্ন স্থানে দেখা যায়। এই বিয়ে সেই কুসংস্কারের এক অংশ। হেলেনের প্রথম স্বামী এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, এই শিশুর রোগ মুক্তির উদ্দেশ্যে এই বিবাহ করানো হয়েছে। যা শুধুমাত্র হাজার হাজার কুসংস্কারের মাঝে একটি।