English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১১:২৩

ময়দা চুরির শাস্তি 'মূত্র' পান!

অনলাইন ডেস্ক
ময়দা চুরির শাস্তি 'মূত্র' পান!

শিশু নির্যাতন যেমন একটা অপরাধ, তেমনি চুরিও একটি অপরাধ। সম্প্রতি ভারতে ময়দা চুরির অভিযোগে ১১ বছরের এক শিশুকে বেধড়ক মারার পর জনতার সামনে শাস্তি হিসেবে ‘মূত্র’ পান করানো হয়েছে।

থানার অভিযোগ সূত্র জানা যায়, ভারতের উত্তরপ্রেদেশের মীরগঞ্জে অভাবের তাড়নায় শিশুটি ৩০কেজি ময়দা চুরি করেছে। তবে চুরির কৃত ময়দা নিয়ে পালাতে পারেনি সে। আগেই ধরাপড়ে খেলো বেধড়ক পিটুনি। এতেই বা পুরো গায়ের রাগ না মিটায় কর্তা সবার সামনে তাকে মূত্র পান করিয়ে ছেড়েছে।

এই ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। এরপর ওই বালকের পরিবার এসডিএমের কাছে গিয়ে পুরো ঘটনার বলে। মীরগঞ্জের পুলিশ অবশ্য এরপর অভিযুক্ত ওই ২ জনকে গ্রেফতার করেছে।