English Version
আপডেট : ২ এপ্রিল, ২০১৬ ২০:০৭

ছাগল ছানা অনেকটাই মানব

নিজস্ব প্রতিবেদক
ছাগল ছানা অনেকটাই মানব

ছাগলের ছানা। কিন্তু দেখতে প্রায় মানুষের মতো। এমনটাও হয়। andhrawishesh.com-এ প্রকাশিত খবর অনুযায়ী কর্ণাটকের কোটে তালুকে সোলাপুরে দুটি ছাগলছানা জন্ম হয়েছে। যাদের প্রায় ৭০ শতাংশ মানুষের মতো দেখতে।

গত সোমবার একটি মা ছাগল প্রথমে একটি ছানান জন্ম দেয়। যাকে দেখতে মানুষের মতো। এর ৫ ঘণ্টা পর দ্বিতীয় ছানা জন্ম দেয় সে। 

ছাগলটির মালিক জানিয়েছেন এর আগে সে ১০টি ছানা জন্ম দিয়েছে যার প্রত্যেকটিই সুস্থ ও স্বাভাবিক। এইবার ছানা প্রসবের পরই সারা গ্রামে ছড়িয়ে পড়ে এই অদ্ভুত খবর। জন্মের পরই অদ্ভুত ছাগলছানা দুটির শারীরিক পরীক্ষা করা হয়।

পশুপালন বিভাগের ডেপুটি ডিরেক্টর জানান, কোনও জিনগত সমস্যা বা সংক্রমণের ফলে এই ধরণের অদ্ভুত ঘটে থাকতে পারে। ছাগলছানা দুটিকে মাইসোর দাসারা এক্সিবিশন সেন্টারে সংরক্ষণের জন্য পাঠানো হবে।