English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ১০:২৭

স্বামী গোসল না করার অভিযোগ নিয়ে থানায় স্ত্রী!

নিজস্ব প্রতিবেদক
স্বামী গোসল না করার অভিযোগ নিয়ে থানায় স্ত্রী!

স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক মানমালিন্যকে অনেকে প্রেমের একটি অংশ বলেই মনে করেন। অনেক সময় স্ত্রীরা তাদের উপর তীব্র অত্যাচার নির্যাতনের বিবরণ নিয়ে থানা পুলিশের কাছে যায়। তবে স্বামীর বিরুদ্ধে গোসল না করার অভিযোগ নিয়ে এই কেউ থানা পুলিশকে জানাল।  

স্বামী মাসের পর মাস গোসল করেন না! থানায় এমনই অভিযোগ দায়ের করলেন এক মহিলা। শ্বশুরবাড়ির বাকিরাও স্বামীর মতোই। পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে একেবারেই উদাসীন বলে দাবি করেছেন তিনি। ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলার ঘটনা এটি। 

এ ব্যাপারে স্থানীয় পুলিশ সুপার রবি শংকর জানিয়েছেন, স্বামী স্নান করেন না বলে দুর্গন্ধের চোটে তার জীবনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ব্যবস্থা চেয়েছেন অভিযোগকারিনী। 

তিনি থানায় জানিয়েছেন, শ্বশুরবাড়ির লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললে তারা কর্ণপাত করেনই না, উল্টে তাকেই ব্যঙ্গবিদ্রুপ করেন। তাকে বলেন, নিজের চরকায় তেল দাও!  এমনকী কখনও কখনও গালিগালাজও শুনতে হয় তাকে। মহিলা জানিয়েছেন, গত বছর দিওয়ালির সময় একবার গোসল করেছিলেন শ্বশুরবাড়ির লোকজন। ৫ মাস বাদে আবার এই হোলিতে গায়ে পানি ঢেলেছেন তারা। এমন পরিজনকে নিয়ে কী করে ঘর করবেন তিনি, বলেছেন মহিলা। পুলিশ আর কী করবে! তারা মহিলার অভিযোগ পাঠিয়ে দিয়েছে মহিলা সেলের কাছে, যদি তারা কোনও সমাধান বের করতে পারে, জানিয়েছেন এসপি। সূত্র : এবিপি আনন্দ