English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৫:২১

প্রকাশ্যে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করেন শিক্ষক

অনলাইন ডেস্ক
প্রকাশ্যে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করেন শিক্ষক

উম্মুক্ত স্থানে সবার সামনেই এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন চীনের মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক। এসময়ে অন্য শিক্ষকদের সহায়তায় ছাত্রীকে উদ্ধার করা হয়।

গত সোমবার চীনের জুয়ানজি প্রদেশের লিঙ্কসানের টাইপিই হাইস্কুলে এ নির্মম ঘটনাটি ঘটে। খবর- ব্রিটেনের ডেইলি মেইল।

অভিযুক্ত শিক্ষক হুঁয় (৩০) স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের সামনেই ছাত্রীটিকে ধর্ষণ করার চেষ্টা চালায়। এরপর সবাই ধরে শিক্ষক থেকে ছাত্রীটিকে সরিয়ে নেন। ঘটনায় ছাত্রীটি তেমন কোনো আঘাত না পেলেও ভীত হয়। পরে পুলিশে খবর দিলে তারা অভিযুক্ত শিক্ষকের পরিবারকে ডেকে আনে। এরপর তারা এসে হুঁয়কে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।

চীনের লিংশেন কাউন্টির প্রচার ও প্রকাশনা বিভাগ বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে বলে, ২০১১ সালে মানসিক চিকিৎসা গ্রহণ করে হুঁয়। ২ বছর পরে তাকে সুস্থ হিসেবে ঘোষণা করা হলে তিনি কাজে ফেরেন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, গত ৫ বছর যাবৎ হুঁয় ভালভাবেই কাজ করছিল। তবে তাকে মূল শ্রেণিতে শিক্ষকতা করতে দেওয়া হতো না।