English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৬:২২

পিতাকে হারিয়ে পুত্রের বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক
পিতাকে হারিয়ে পুত্রের বিশ্ব রেকর্ড

ছোট বেলায় পিতা-পুত্রের অংক করেননি এমন শিক্ষিত মানুষ খুব কমই আছেন। তবে আপনাদের আজ কোনো অংক করাব না। আজ একটি মজার ঘটনার কথা বলবো। মাত্র ১৮মাস বয়সী খরগোশ জেফে তার বাবার রেকর্ড ভাঙলো। এর আগে রেকর্ড বুকে বিশ্বের সবচে বড় খরগোশ ছিল তারই জন্মদাতা পিতা ডেরিউস, যে ছিল ৪ ফুট ৩ ইঞ্চি লম্বা। আর তার পুত্রের দৈর্ঘ্য চার ফুট পাঁচ ইঞ্চি, যা সাত বছর বয়সী একটি মানব শিশুর সমান।

এই নতুন রেকর্ডের ফলে খরগোশটির নাম এখন উঠেছে গিনেস বুকে। এই খরগোশের মালিক ব্রিটিশ নাগরিক ক্লেমি মুডি। তিনি জানান, তার খরগোশটি বিশ্বরেকর্ড করায় তিনি গর্বিত।   মজার ব্যাপার হচ্ছে ১৮ মাস বয়সেই সে তার খরগোশ বাবার রেকর্ড ভেঙে দিয়েছে। তবে পিতা-পুত্রের রেকর্ড কেড়ে নিতে পারে জেফের বোন ইনিয়া। কারণ মাত্র পাঁচ মাস বয়সেই তার দৈর্ঘ্য হয়েছে প্রায় সাড়ে তিন ফুট। মুডি জানিয়েছেন, তিনি তার খরগোশদের ব্রকলি খেতে দেন। একারণেই হয়তো তাদের এই অবিশ্বাস্য বৃদ্ধি হয়েছে। তিনি বিশ্বাস করেন, বিশ্বের বৃহত্তম খরগোশের মালিকানা তার কাছ থেকে কেড়ে নেওয়া যে কারো পক্ষে কঠিন হবে।