English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৫:৪১

পালিয়ে থাকা মা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
পালিয়ে থাকা মা উদ্ধার

৪২ বছর ধরে নিখোঁজ থাকা এক মা অবশেষে উদ্ধার করে আমেরিকার টেক্সাসের পুলিশ। লুলা এন গিলেস্পি নামে সেই নারী ছদ্মনামে এতোদিন বসবাস করে আসছিলেন টেক্সাসে । ১৯৭৪ সালে মাত্র ২৮ বছর বয়সে তৃতীয় সন্তান জন্মদানের পর তিনি নিখোঁজ হন। খবর স্কাই নিউজ ও ইন্ডিপেন্ডেন্টের।

ইন্ডিয়ান স্টেট পুলিশ স্কাই নিউজকে জানায়, লুলা ভেবেছিলেন, একজন মা হওয়ার ক্ষেত্রে তিনি বয়সে খুব ছোট। তাই সন্তান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ডোয়ি নেটওয়ার্ক নামে একটি সেচ্ছাসেবক সংস্থা অনুরোধে ইন্ডিয়ান স্টেট পুলিশের গোয়েন্দা কর্মকর্তা সারজেন্ট স্কট জারভিস ২০১৪ সালের জানুয়ারিতে রহস্যময়ভাবে লুলার এই হারিয়ে যাওয়ার বিষয়টি নিজ হাতে নেন। স্বজনদের ধারণা ছিল ১৯৭৫ সালেই মারা গেছেন লুলা। কিন্তু, ডিএনএ পরীক্ষায় পুলিশ জানতে যে কবরটিকে লুলার বলে ভাবা হচ্ছিল, সেটা আসলে অন্য কারো।

পুলিশ এরপর লুলা এন গিলেস্পিকে টেক্সাস শহরের একটি বাড়ি থেকে খুঁজে বের করতে সক্ষম হয়। সেখানে তিনি ১৯৯০ সাল থেকে ছদ্মনামে বসবাস করছিলেন। পুলিশের জেরার মুখে অবশেষে তার আসল পরিচয় স্বীকার করেন তিনি।

পুলিশ জানায়, কোনো ধরণের অপরাধের সঙ্গে জড়িত ছিলনা লুলা। তার বর্তমান পরিচয় সে গোপন রাখতে ইচ্ছুক ছিল। তার ছোট মেয়ে মিলার, যাকে তিনি কোনোদিনই চিনতেন না, তার সঙ্গে অবশেষে দেখা করতে রাজি হন তিনি।

ডুয়ি নেটওয়ার্কের একজন মূখপাত্র টড মেথিউস ইন্ডিপেন্ডেন্টের কাছে জানান, ৪২ বছরের বেশি সময় তাকে মৃত ভাবা হচ্ছিল। কিন্তু অবশেষে তাকে জীবিত উদ্ধার করা গেল।