English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১২:২৬

বাড়ির কাজ না করায় ছাত্রীকে ধর্ষণ!

অনলাইন ডেস্ক
বাড়ির কাজ না করায় ছাত্রীকে ধর্ষণ!

ভারতের মধ্যপ্রদেশে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। জানা গেছে, বাড়ির কাজ না করার ঐ ছাত্রীকে তারই শ্রেণিকক্ষের শিক্ষক প্রথমে শাস্তি দেয়। তারপর তাকে ধর্ষণ করে।   সিনগ্রাউলি জেলার কুরসা গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ছয় বছরের ঐ শিশুটি হাসপাতালে ভর্তি ছিল। গতকালই হাসপাতাল থেকে ছেড়েছে সে। শনিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।     প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ মার্চ প্রতিদিনের মতো দ্বিতীয় শ্রেণির ঐ ছাত্রীটি স্কুলে যায়। কিন্তু বাড়ির কাজ না করায় অভিযুক্ত শিক্ষক সত্য নারায়ণ ভার্মা (২৩) তাকে শাস্তি দেয়। ছাত্রীকে স্কুলের পিছনে গিয়ে হাঁটু গেড়ে বসতে বলে। পরে ঐ শিক্ষককে তার পিছন পিছন গিয়ে তাকে ধর্ষণ করে। এসময়ং বিষয়টি কাউকে না জানানোর জন্য ঐ শিক্ষক হুমকিও দেয়।   ঐ দিন সন্ধ্যা ছয়টায় ছাত্রীটি বাসায় ফিরে আসে। সেসময় বাসায় তার বাবা-মা না থাকায় রুমে গিয়ে শুয়ে পড়ে। পরে তার মা এসে রক্ত দেখতে পেলে ছাত্রীটি তার মাকে বিষয়টি জানায়। পরে তার  বাবা-মা গ্রামের মানুষকে সাথে কথা বলে ২৪ মার্চ থানায় অভিযোগ করে।   সিনগ্রাউলির পুলিশ বলেছে, অভিযুক্ত ঐ শিক্ষককে গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।