English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ১১:৫১

সমাধি থেকে শেক্সপিয়রের খুলি উধাও!

অনলাইন ডেস্ক
সমাধি থেকে শেক্সপিয়রের খুলি উধাও!

ষোড়শ শতাব্দির এই কিংবদন্তিকে লন্ডনে স্ট্র্যাটফোর্ড-আপন-এভনের বিখ্যাত ট্রিনিটি চার্চের নীচে সমাধিস্থ করা হয়ে ছিল। আজও সেখানেই রয়েছে তাঁর দেহাবশেষ। তবে একদল গবেষকের দাবি সমাধি থেকে উধাও হয়ে গিয়েছে উইলিয়াম শেক্সপিয়রের মাথার খুলি! এই জগদ্বিখ্যাত নাট্যকারের সমাধি স্ক্যান করে এমনটাই দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদেরা!

সম্প্রতি, গবেষকরা তাঁর সৌধটিকে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে স্ক্যান করে দেখেছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সৌধের মধ্যে কী আছে, তা দেখার জন্য অত্যাধুনিক ভূমি-ভেদী রেডার ব্যবহার করা হয়।

গবেষক দলের নেতা কেভিন কোলস জানান, সম্ভবত ‘বার্ড’এর খুলি চুরি করা হয়েছে। তাঁদের অনুমান, সম্ভবত অষ্টাদশ শতকেই ওই চুরির ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান, এটা নিশ্চিত যে শেক্সপিয়রের মাথার খুলি আর সমাধিতে নেই।

যদিও, গবেষক দলের এই তত্ত্ব মানতে নারাজ চার্চ কর্তৃপক্ষ। ট্রিনিটির ভিকার প্যাট্রিক টেলর জানিয়েছেন, গবেষকদের দেওয়া তত্ত্ব তিনি মানতে নারাজ। তাঁর মতে, পরীক্ষকদের ফলাফল একেবারে নিখুঁত নয়। তাঁরা যে চুরির তত্ত্বকে প্রমাণ করার জন্য যে তথ্য পেশ করেছেন, তা যথেষ্ট নয় বলেও জানিয়েছেন টেলর। একইসঙ্গে, তিনি এ-ও জানান, সমাধি খোঁড়ার কোনও অবকাশ নেই।