English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১১:০০

অগ্নিদগ্ধের চিকিৎসায় ব্যাঙের ফেনা

অনলাইন ডেস্ক
অগ্নিদগ্ধের চিকিৎসায় ব্যাঙের ফেনা
ক্ষুদ্রাকৃতির ব্যাঙ

ক্ষুদ্রাকৃতির ব্যাঙ তাদের ডিম রক্ষার জন্য যে ফেনা তৈরি করে সেটি থেকে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার নতুন পদ্ধতি তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা। স্কটল্যান্ডের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এরই মধ্যে কৃত্রিমভাবে এই ফেনা তৈরির কাজ শুরু করেছেন। ত্রিনিদাদের তুঙ্গারা ব্যাঙ থেকে তারা এই গবেষণার অনুপ্রেরণা পেয়েছেন।

গবেষকদের মতে ব্যাঙয়ের তৈরি শক্ত বুদ্বুদ ক্ষতস্থানের ব্যান্ডেজ এবং ক্ষতিগ্রস্ত চামড়ার মধ্যবর্তী একটি স্তর তৈরি করতে পারে। সঙ্গমের পর ৫ সেন্টিমিটার দীর্ঘ এই ব্যাঙ ফেনার একটি জাল তৈরি করে যা তাদের ডিমগুলোকে রোগ-বালাই, শিকারি প্রাণি এবং বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করে। ছয় ধরনের প্রোটিনের মাধ্যমে এই ফেনাগুলো তৈরি হয়, যা ঐ জালটিকে শক্ত একটি কাঠামো দেয়।

গবেষক ড. পল হস্কিসন এবং তার সহকর্মীরা বলছেন, তারা এই প্রোটিনগুলোর চারটির গঠন জানতে পেরেছেন এবং নিজেরা এর মিশ্রণও তৈরি শুরু করেছেন।খবর: বিবিসি।