English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ২৩:৩৯

গুহা নয়, টেন্ডুলকারের বাড়ি!

অনলাইন ডেস্ক
গুহা নয়, টেন্ডুলকারের বাড়ি!

মুম্বাইয়ের বান্দ্রার পেরি ক্রস রোডে দৃষ্টি নন্দন বাড়ীটি দেখলে মনে হবে কোনো শামুকের অবয়ব। তবে সামনে এগুলো মনে হয় এটা একটা গুহা কিন্তু ভেতরে ঢুকতেই পর তৈজসপত্রই বলে দিবে বাড়ীটি ভারতের ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকারের বাড়ি।

২০০৭ সালে ৩৯ কোটি রুপি দিয়ে জায়গাটা কিনেছেন শচিন। স্বপ্নপুরিটি সুউচ্চ দেয়ালে ঘেরা। দৃষ্টি নন্দন বাড়িটির নির্মাণ ব্যয় ৮১ কোটি রুপি। নিরাপত্তার জন্যও রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও অত্যাধুনিক সেন্সর ব্যবস্থা। আর নামও রাখা হয়েছে টেন্ডুলকার প্লাস।