English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৫:৫৭

শূন্য টাকার নোট

অনলাইন ডেস্ক
শূন্য টাকার নোট

কেউ ঘুষ চাইছে তাতে কী, বিনা দ্বিধায় দিয়েদিন? যত চায় ততই দিন তবে শূন্য টাকার নোট। সরকারি কর্মী হোক বা নেতা-মন্ত্রী, অথবা অন্য কেউ—ঘুষ চাইলেই হাতে ধরিয়ে দিন শূন্য টাকার নোট।

ভারতের বেসরকারি সংস্থা ফিফথ্‌ পিলার নামে এই শূন্য টাকার নোট বাজারে এনেছে। ঘুষের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতেই এই অভিনব ভাবনা সংস্থাটির।

সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় আনন্দ বলেছেন, এই শূন্য টাকার নোট যদি দেশের মানুষ ঠিকমতো ব্যবহার করতে পারেন, তাহলে ঘুষের বিরুদ্ধে এক বিরাট আন্দোলন গড়ে তোলা যাবে।