English Version
আপডেট : ১৯ মার্চ, ২০১৬ ০১:২৯

উষ্ণতার খবর জানাতে উপস্থাপিকার বক্ষ উন্মুক্ত!(ভিডিও)

অনলাইন ডেস্ক
উষ্ণতার খবর জানাতে উপস্থাপিকার বক্ষ উন্মুক্ত!(ভিডিও)

রোমানিয়ান একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক রোক্সানা ভান্সিয়ার কাজই জনগণকে আবহাওয়ার খবর দেয়া। বৃহস্পতিবারও তিনি তাই করছিলেন।  বিশাল ম্যাপের সামনে দাঁড়িয়ে জানাচ্ছিলেন আজ কখন কোথায় কত তাপ মাত্র থাকবে। কিন্তু হঠাতই রোক্সনার শরীতি তাপমাত্র বেশি বেড়ে যায়। তিনি বেশ উত্তেজিত হয়ে লাফাতে শুরু করেন।  এসময় তার বুকের বোতাম ছিড়ে বক্ষ উন্মুক্ত হয়ে যায়। 

২৫ বছরের তরুণীর এই বক্ষ লাইভ দেখলেন রোমানিয়ার ৪০ লাখেরও বেশি মানুষ। আর মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় রোক্সানার বক্ষ প্রদর্শনের এই খবর।

তবে উপস্থাপিকাদের এই ধরনের বক্ষ প্রদর্শন নতুন কিছু নয়। গত বছর এরকম 'খবর' পরিবেশন করেছিলেন মেক্সিকান উপস্থাপিকা ইয়ানেট গার্সিয়া।  দেখতে এখানে ক্লিক করুন