English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১৫:১১

মৃত স্ত্রী স্বামী চান!

নিজস্ব প্রতিবেদক
মৃত স্ত্রী স্বামী চান!

আশ্চার্যজনক হলেও সত্যি। মৃত্যুর দু’বছর পর সেই মৃত স্ত্রীই এখন তার স্বামীকে খোঁজছেন। তাও আবার টিভি শোতে। এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হলেন স্ত্রী। তাকে নেয়া হলো হাসপাতালে। সাথে পর্যাপ্ত টাকা না থাকায় হাসপাতালের বিল পরিশোধের জন্য স্বামী ফিরে গেলেন বাড়ি।

টাকা নিয়ে আসার পর ডাক্তার জানালেন তার স্ত্রী মারা গেছেন। এরপর তার দাফন সম্পন্ন করেন স্বামী।

মধ্য মরক্কোর আজিলালের বাসিন্দা আব্রাং মোহাম্মদ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত স্ত্রীকে নিয়ে যান ক্যাসাব্লাঙ্কার ইবনে রকড হাসপাতালে। তার স্ত্রীর অপারেশনের জন্য হাসপাতালের পক্ষ থেকে টাকা জমা দিতে বলে।

কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তাকে ছুটে যেতে হলো বাড়ি। সাড়ে চার ঘণ্টা পর তিনি যখন টাকা নিয়ে হাসপাতালে ফেরত এলেন তখন ডাক্তার জানিয়ে দিলেন তার স্ত্রী মারা গেছেন। এরপর স্ত্রীর লাশ কাপড়ে ঢেকে কফিনে ঢুকিয়ে তাকে কবর দেয়া হলো।

দুই বছর অতিক্রান্ত হওয়ার পর একদিন এক বন্ধু আব্রাংকে ফোন করে জানালো যে, সেদেশের জাতীয় টিভি চ্যানেলের ‘আল মুখতাফুন’ বা ‘গুম’ নামক একটি শোতে তার স্ত্রীর সন্ধান পাওয়া গেছে। এ অনুষ্ঠানটি মূলত হারিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজে পেতে করা হয়েছে।

সে অনুষ্ঠানে ওই মহিলা ফোন করে তার স্বামী মোহাম্মদের খোঁজ চান। তিনি উল্লেখ করেন, দেড় বছর আগে তার স্বামীর কাছ থেকে তিনি বিচ্ছিন্ন রয়েছেন। তবে এখনো ওই দম্পতি একত্রিত হতে পেরেছেন কি-না তা জানা যায়নি।

এ নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন আলোচনা চলছে। কেউ বলছেন হয়তো ওই মহিলা দুর্ঘটনার পর তার মেমোরি হারিয়ে ফেলেছিলেন অথবা হাসপাতালের ভুলে ভুল লাশ হস্তান্তর করা হয়েছে। সূত্র : ডেইলি মেইল