English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১০:২১

আইফোনের জন্য নিজ সন্তানকে বিক্রি!

অনলাইন ডেস্ক
আইফোনের জন্য নিজ সন্তানকে বিক্রি!

চতুর্থ প্রজন্মের আইফোন এখন পৃথিবী কাপাচ্ছে। না জানি এরকত গুণ রয়েছে। কিন্তু এই আইফোনের জন্য নিজের বুকের মানিক ধন কেউ বিক্রি করে দিবে তা ক’জন মানুষই খবর রাখেন। আইফোন নিয়ে মানুষের এমন উন্মাদনার খবর পাওয়া গেল চীনে।

চীনের ১৯ বছর বয়সী ভদ্রলোক তার সদ্য জন্ম নেয়া মেয়ে শিশুকে বিক্রয় করে দিয়েছেন, একটি নতুন আইফোন ও মোটর সাইকেল ক্রয় করার জন্য। পূর্ব চায়নার একটি এলাকায় প্রায় এক বছর আগে এই ঘটনা ঘটেছে।

চীনের একটি ওয়েবসাইট ইপোক টাইম্‌স এর প্রতিবেদনের মাধ্যমে এই খবর পাওয়া যায়। সেই ব্যক্তি ২৩,০০০ ইউয়ান মূল্যে তার কন্যাকে বিক্রয় করেন। সবচেয়ে ভয়ানক ব্যাপার হল সেই ব্যক্তির স্ত্রীর এই বিষয়ে কোন সমস্যা নেই।

পরবর্তীতে জানা যায়, এই শিশুর মা অপ্রাপ্তবয়স্ক। সে সবেমাত্র একটি বিদ্যালয়ে পড়াশোনা করছেন। সে বিভিন্ন স্থানে পার্ট-টাইম চাকরী করতেন। এই ঘটনার পর সে এলাকা ছেড়ে যাবার পরও পুলিশ তাকে আটক করে ফেলেন।

এ ডুয়ান নামের সেই ভদ্রলোককেও গ্রেফতার করে পুলিশ। আদালত ডুয়ানকে ৩ বছরের কারাদণ্ড দেন এবং তার সঙ্গীকে আড়াই বছরের কারাদণ্ডের আদেশ দেন।সূত্র: ইন্ডিয়া টুডে।