English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১২:২৯

একই মায়ের যমজ সন্তানের দুই বাবা!

অনলাইন ডেস্ক
একই মায়ের যমজ সন্তানের দুই বাবা!

একই মায়ের গর্ভজাত দুই যমজ সন্তানের বাবা দু’জন। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে ভিয়েতনামে।যমজ সন্তানদের চেহারায় বড়সড় পার্থক্য দেখে অবাক হয়েছিলেন উত্তর ভিয়েতনামের হোয়া বিন প্রদেশের এক দম্পতি। বাবা-মায়ের সন্দেহ হয়েছিল, নিশ্চয় হাসপাতালের গাফিলতিতে শিশু বদল হয়ে গেছে। সন্দেহ কাটাতে তারা ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেন।

ডিএনএ পরীক্ষার ফল দেখে আবার চোখ কপালে উঠার মতো অবস্থা। দেখা যায়, ওই দুই শিশুর মা একজনই; কিন্তু তাদের বাবা দুইজন! এমন ঘটনা এই প্রথম শুনেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের প্রসবতত্ত্ব বিভাগের প্রধান চিকিৎসক কিথ এডলম্যান জানিয়েছেন, দুই ভিন্ন পুরুষ সঙ্গী থেকেই এই যমজদের জন্ম হয়েছে। শিশুদের মা-ই বলতে পারবেন তাদের আরেকজন পিতা কে।