English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৮:১১

পর্নস্টার হতে ওয়াল স্ট্রিটের চাকরি ছাড়লেন তরুণী!

অনলাইন ডেস্ক
পর্নস্টার হতে ওয়াল স্ট্রিটের চাকরি ছাড়লেন তরুণী!

 

পর্নস্টার হতে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট থেকে চাকরি ছেড়ে দিয়েছেন ২৩ বছর বয়সী এক তরুণী। সেখানকার একটি উচ্চ মানের ফার্মে শিক্ষানবিশ হিসেবে কাজ করতেন তিনি।

নিজের টুইটার পেজে পেইগ এ জেনিংস নামে ওই তরুণী বুধবার জানিয়েছেন, আমি পর্নতারকা হওয়ার আশায় ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়েছি। কারণ সেখানেও আমি হস্তমৈথুন বন্ধ রাখতে পারি না।

বৃহস্পতিবার নিউইয়র্ক পোস্টের এক খবরে জানানো হয়েছে, গত সপ্তাহে জেনিংস তার অফিসের বাথরুমে গিয়ে কিছু নগ্ন ছবি তোলেন। এরপর সেগুলো অনলাইনে ছেড়ে দেন। শিগগিরই তা সহকর্মীদের হাতে ছড়িয়ে পড়লে তিনি সেখানে থেকে কেটে পড়ার সিদ্ধান্ত নেন।

জেনিংস বলেন, ছবিগুলো প্রকাশ্যে আসার পর অফিসের বসের সঙ্গে এ ব্যাপারে আমার আলোচনা হয়েছে। কিন্তু অফিস যেহেতু আমাকে যেতে বলেনি। তাই আর যেতে চাই না।

তিনি আরও বলেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা থেকে একচুলও নড়তে রাজি নই। কাজ করতে চাই ইন্টারনেট রিয়ালিটি শো সেক্স ফ্যাক্টরে, অংশ নিতে চাই পর্ণ প্রতিযোগিতায়ও।

তবে তার সম্পর্কে আরেক পর্নতারকা সিডনি লেথার বলেন, জেনিংসের এ সিদ্ধান্ত নেহাতই নাছোড়বান্দার মতো। আমি মনে করি সে এখনও অবুঝ রয়ে গেছে।