English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৭:৩৯

মেয়েদের মলত্যাগে যৌন আনন্দ উপভোগ করতেন হিটলার!

নিজস্ব প্রতিবেদক
মেয়েদের মলত্যাগে যৌন আনন্দ উপভোগ করতেন হিটলার!

 

হিটলারের যৌনাঙ্গ আকারে ক্ষুদ্র এবং বাঁকা বলে আগেই তথ্য পেয়েছিলেন ইতিহাসবিদেরা। এ বার জানা গেল, মল-সংক্রান্ত যৌনতা বা ডার্টি সেক্সে নাকি তার উৎসাহ ছিল প্রবল। মার্কিন গোয়েন্দা দফতরের যে শাখা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার সংক্রান্ত নানা তথ্য নিয়ে অনুসন্ধান করছে, তারাই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে।

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, এর্নেস রোহেম নামে হিটলার-ঘনিষ্ঠ এক নাত্‌সি অফিসার জানিয়েছিলেন, হিটলার নাকি সুন্দরী মেয়েদের পছন্দ করতেন। হিটলার নিজে শুয়ে পড়তেন। মেয়েদের তার ওপর মলত্যাগ করতে বাধ্য করতেন। মহিলাদের দিয়ে তিনি নাকি এ সব ঘৃণ্য কাজ করিয়ে যৌন আনন্দ উপভোগ করতেন।

ওয়াল্টার সি ল্যাঙ্গারের লেখা ‘আ সাইকোলজিক্যাল অ্যানালিসিস অফ অ্যাডলফ হিটলার, হিজ লাইফ অ্যান্ড লেজেন্ড’-এ বলা হয়েছে, হিটলার ছিলেন ‘কপ্রোফিলিয়্যাক’। যে ব্যক্তি মলের মধ্যে কামের রসদ খুঁজে পান তাদের ‘কপ্রোফিলিয়্যাক’ বলে। হিটলারেরও এই সমস্যা ছিল বলে দাবি করা হয়েছে। যদিও এখনও এই তথ্য প্রমাণিত হয়নি।