English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৫:০৯

একটার সাথে একটা ফ্রি-আসল বিষয়টা কি?

অনলাইন ডেস্ক
একটার সাথে একটা ফ্রি-আসল বিষয়টা কি?

 

ঈদ, পুজা কিংবা পয়লা বৈশাখ।; ক্রিস্টমাস কিংবা নিউইয়ার সারা বছর কেনাকাটা লেগেই আছে। আর শপগুলিতে লেগে আছে কোনও না কোনও অফার। এই সেলের সময় আমরা খুব শুনি একটা কিনলে নাকি একটা ফ্রি পাওয়া যায়। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কীভাবে একটা জিনিসের সঙ্গে আর একটা ফ্রি দেওয়া হয়?

'BUY ONE GET ONE FREE'। কথাটা শুনেছেন নিশ্চয়ই? কিন্তু একটা জিনিস কেন বা কীভাবে আপনাকে বিনামূল্যে দেওয়া হবে সেটা ভেবে দেখেছেন? আপনাকে ফ্রিতে দিতে দিতে তো কোম্পানিগুলোই ভিখারি হয়ে যাবে। তাহলে কীভাবে একটা জিনিস কিনলে আর একটা জিনিস বিনামূল্যে দেওয়া হয়?

আসলে কোনও জিনিসই বিনামূল্যে দেওয়া হয় না বা পাওয়া যায় না। এই ফ্রি দেওয়ার সময়টা খুবই কম সময়ের জন্য থাকে। সেল শুরুর আগে দোকানগুলিতে জিনিসপত্রের দাম নতুন করে ঠিক করা হয়। পুরনো জিনিসের দামের ট্যাগ বদলে নতুন করা হয়। আর সেই নতুন ট্যাগেই আপনাকে ফ্রি দেওয়া জিনিসটারও দাম ধরা থাকে। তার মানে আদৌ আপনাকে ফ্রিতে কিছুই দেওয়া হয় না। আপনার থেকে জিনিসের দাম ঠিকই নেওয়া হল। শুধু বলা হল অন্যভাবে। আর আপনিও বোকার মতো ফ্রিতে পাচ্ছেন ভেবে একগাদা জিনিস কিনে ফেললেন।