English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:০৬

প্রতিযোগিতা মেয়েদের; পুরস্কার জিতল ছেলে!

নিজস্ব প্রতিবেদক
প্রতিযোগিতা মেয়েদের; পুরস্কার জিতল ছেলে!

 

যুক্তরাজ্যের ইডিএফ এনার্জি  নামের একটি প্রতিষ্ঠান বিজ্ঞানে তরুণীদের আগ্রহী করে তোলার জন্য একটি প্রচারণার আয়োজন করে। সে প্রচারণার অংশ হিসেবে তারা বিজ্ঞানে আগ্রহী তরুণীদের জন্য একটি পুরস্কারের ঘোষণা দেয়। ‘ইন্সপায়রিং গার্লস’ নামে সে পুরস্কারে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অংকতে ভালো কোনো তরুণীকে পুরস্কৃত করার কথা। তবে স্টেম নামে এ পুরস্কার শেষ পর্যন্ত একজন ছেলে জিতে নেয়। কিন্তু কিভাবে এ পুরস্কার জিতে নিল ছেলে? প্রতিষ্ঠানটির এ কাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সংশ্লিষ্টদের মাঝে। সেই সাথে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। খবর হাফিংটন পোস্টের।

যুক্তরাজ্যে প্রতি সাত জনে একজন বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অংকে কাজ করা ব্যক্তি নারী। এ হিসাবে এ পুরস্কারটি পাওয়ার জন্য অসংখ্য নারী উপযুক্ত ছিল। তবে কিভাবে এ পুরস্কার জিতে নিল তরুণীর বদলে তরুণ? এ প্রসঙ্গে আয়োজকরা জানান, এ পুরস্কারটি প্রধানত তরুণীদের জন্য আয়োজন করা হলেও এটি ১১ থেকে ১৬ বছর বয়সী ছেলেদের জন্য উন্মুক্ত ছিল। আর এ প্রতিযোগিতায় ফাইনালিস্ট ছিল তিনজন তরুণী ও দুজন ছেলে। পরবর্তীতে তাদের মাঝে থেকে বিজয়ী ছেলেটিকে নির্বাচিত করেন জুরি বোর্ড।

এ বিষয়ে উদ্যোক্তারা জানান, আমাদের এ ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল তরুণীদের কল্পনাশক্তি বাড়িয়ে দেওয়ার জন্য অনুপ্রেরণঅ যোগানো। তারা যেন বিজ্ঞানের নানা বিষয়ে আগ্রহী হয়ে ওঠে এবং সারা বিশ্বের নানা বিষয়ে জানতে চায় ও স্কুলে বিজ্ঞানভিত্তিক বিষয়গুলো নেয় ও তা ক্যারিয়ারে কাজে লাগায় সেজন্য উৎসাহিত করা। অনলাইনে অবশ্য এ ঘটনার বেশ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। অনেকেই প্রতিষ্ঠানটির কঠোর সমালোচনা করছেন এজন্য যে, তাহলে প্রতিযোগিতায় তরুণীদের কথাটি উল্লেখ করার কী প্রয়োজন ছিল?