English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২১

যৌনসুখ যখন ঘাসে!ঘটনাটা কি?

অনলাইন ডেস্ক
যৌনসুখ যখন ঘাসে!ঘটনাটা কি?

 

রাতের বিছানায় রতিক্রিয়ার আনন্দময় মুহূর্তে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ঘাস! যেটা আপনার জানার আদৌ কোন সুযোগ নেই।ব্যাপারটা নিশ্চয়ই বোধগম্য হল না? তাহলে এবার আসল কথায় আসা যাক।

ঘাস আর রাত্রিসুখের মধ্যে তৈরি হচ্ছে বিশাল যোগসূত্র। খোলসা করে বললে ঘাস থেকেই তৈরি হবে কনডম। যে সে কনডম নয়; স্বচ্ছ কনডম! আর আপনার রাত হয়ে উঠবে আরও কামাতুর, আরও রঙিন।

ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের একদল বিজ্ঞানী দাবি করেছেন ঠিক এমনটাই। ঘাস থেকেই তৈরি করা হবে কনডম। যা হবে বিশ্বের অন্যতম স্বচ্ছ কনডম। অস্ট্রেলিয়ায় ‘স্পিনিফেক্স’ নামে এক বিশেষ প্রজাতির ঘাস জন্মায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই ঘাসের ফাইবার দিয়ে যে ল্যাটেক্স তৈরি করা হবে, তার গুণমান অনেক উন্নত হবে। আর এই ল্যাটেক্স হচ্ছে কনডম তৈরির প্রধান উপাদান। তবে কার্যকারিতায় কোনও অংশে কম হবে না এই স্বচ্ছ কনডম।