English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৪৬

এক প্যাকেট কনডম ৪০ হাজার টাকা! কেনার জন্য লম্বা লাইন!

অনলাইন ডেস্ক
এক প্যাকেট কনডম ৪০ হাজার টাকা! কেনার জন্য লম্বা লাইন!

 

যৌন মিলনে কনডম  ব্যাবহার করুন- এই বিজ্ঞাপন প্রতিমুহুর্তেই শোনা যায় রেডিওতে কিংবা ভেসে উঠে টিভি পর্দায়। নাগরিককে সচেতন করতেই অনর্গল কনডমের বিজ্ঞাপন সম্প্রচার করছে সরকার। এইচআইভি ভাইরাসের হাত থেকে বাঁচতে নাগরিকরাও এবার সচেতন। বিক্রিও বাড়ছে কনডমের। শুধু বাংলাদেশ নয়,সারা বিশ্বে একই ছবি। কিন্তু ভেনিজুয়েলার চিত্র খানিকটা হলেও ভিন্ন।

৩৬টি কনডমের একটি প্যাকের দাম ৪০ হাজার টাকা। সেটি কিনতেও লম্বা লাইন গ্রাহকদের। যেখানে হাসপাতালে হাসপাতালে ফ্রি কনডম বিলি করেও মানুষের কাছে কনডম ব্যবহারকে বাধ্যতামূলক করা যাচ্ছে না, সেখানে ভেনিজুয়েলার মানুষ ৪০ হাজার টাকা দিয়ে কনডম কিনছেন! ভেনিজুয়েলাতে গর্ভপাত একটি অপরাধ। এই অপরাধের শাস্তি একেবারেই নমনীয় নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের থেকে তুলনামূলক কঠোর। দেশের স্বস্তা কনডম ব্যবহার করে যাতে বিপত্তিতে না পড়তে হয় তাই বিদেশ থেকে আমদানি করা হচ্ছে কনডম। চাহিদা যেমন, দামও তেমন এই নিরোধের। কিন্তু শাস্তি ও সচেতনতাই বেশি মুল্যের, তাই কনডমের পিছনে ৪০ হাজার টাকা অনায়াসেই খরচ করছে ভেনিজুয়েলার মানুষ।