English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৪২

একটা পরিষ্কার জামা দিলেই মিলবে নারী শরীর!!

অনলাইন ডেস্ক
একটা পরিষ্কার জামা দিলেই মিলবে নারী শরীর!!

 

চরম মানবিক বিপর্যয়। একটু বেঁচে থাকার জন্য একবেলার আহার যোগানোর জন্য নিরুপায় নারীরা পা বাড়াচ্ছে দেহব্যাবসার পথে। তাও এর বিনিময় মূল্য এতটাই কম যা শুনলে থমকে যেতে হয়! একটা পরিষ্কার জামা বা একরাতের জন্য থাকার জায়গা দিতে পারলেই মিলবে একটা তরতাজা নারী শরীর। হ্যাঁ, ব্রিটেনে এখন নারীদের শরীর বিকোচ্ছে এতটাই সস্তায়। গৃহহীন মহিলারা দলে দলে নেমে পড়েছেন দেহব্যবসায়। একে বলা হচ্ছে সার্ভাইভাল সেক্স। মাত্র ৫ পাউন্ড। তাতেই চলে আসছেন মহিলারা। ব্রিটেনে এমনই ভয়াবহ ছবি ধরা পড়েছে।

‘চেঞ্জিং লাইভস’ নামে একটি সংস্থা ব্রিটেনে দেহব্যবসায়ীদের নিয়ে কাজ করে চলেছে ২০০৭ সাল থেকে। তাদের সমীক্ষায় দেখা গিয়েছে, মাত্র ২ পাউন্ডের বিনিময়ে শরীর বিকিয়েছে, এমন নজিরও আছে।

পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে এই সব মহিলাদের নেশার জন্য। এদের অনেকেই বিভিন্ন রকম নেশা করেন। ফলে, খাবার আর নেশার তাড়নায় এরা শরীর বিকোচ্ছেন প্রায় বিনামূল্যে।

চেঞ্জিং লাইভস বলছে, আরও গুরুতর সমস্যা লুকিয়ে আছে এই অন্ধকার বাস্তবের আড়ালে। সেটা কী? ১৬-২০ বছরের মেয়েরা চলে আসছে এই পেশায়। সহজে খাবার, নেশার জিনিস, জামাকাপড় পেয়ে যাচ্ছে তারা।